TSP- সার প্রস্তুত প্রনালি
(রক ফসফেট) নামক
খনিজ পদার্থ হতে প্রায় সকল ফসফেট সার তৈরি হয় ।
এই রক ফসফেট কে প্রায় সময়ই ফ্রাঙ্কোলাইট [3Ca(po4) CaF,
CaCo3] নামে পরিচিত।
যে কোন ফসফেট সার তৈরিতে রক ফসফেট থেকে সম্পর্ন বা আংশিক
ভাবে Ca কে অপসরন করতে হয়। এবং Ca কে অপসরন করতে H2SO4 এসিড ব্যবহার করা হয়। সম্পর্ন
CA অপসরন না করলেও চলে ,তবে ক্যালসিয়াম যাতে ফসফরাসের সাথে আবদ্ধ অবস্থায় না থাকে তার
ব্যবস্থা করতে হবে।
ফসফেট সার তৈরির ধাপগুলো নিম্নে আলোচনা করা হল।
১) প্রথমে খানি হতে রক ফসফেট সংগ্রহ করতে হবে।
২) এর পর পরিস্কার করে, ছোট বড় আলাদা করে নিতে হবে। সাধারনত
ছোট আকারে পাথর থেকে বেশি পরিমান ফসফেট পাওয়া
যায়।
৩)৭০% ঘন সালফিউরিখ এসিড রক ফসফেটকে একটি ঘূর্নায়মান যন্ত্রে
১ মিনিটের জন্য রাখা হয়।
৪) এই মিশ্রনটি একটি চৌবাচ্চায় ঢালতে হবে, ১২ ঘন্টার জন্য।
৫) এসময় বিভিন্ন ধরনের বিক্রিয়া হতে থাকে, নির্দিষ্ট সময়
পর (TSP)পরিনত হয়।